সবুজ সুন্দর বলেশ্বর বিধৌত পশ্চিম পাড়ে বাংলাদেশের দক্ষিন পশ্চিম অঞ্জলের বাগেরহাট জেলার একটি উপজেলা কচুয়া। এর আয়তন ১২৩.৮বর্গ কিলোমিটার।এখানে ৭ টি ইউনিয়ন ও ৯৭ টি গ্রাম । উপজেলার জনসংখ্যা ৯৫৬৩৫ জন । অত্র উপজেলার ১ টি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র ও ১১ টি কমিউনিটি ক্লিনিক আছে ।কচুয়া উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা দক্ষিনে মোড়েলগঞ্জ উপজেলা,পূর্বে পিরোজপুর উপজেলা ও পশ্চিমে বাগেরহাট সদর উপজেলা । জেলা সদর হইতে উপজেলার দুরত্ত্ব সড়ক পথে ১৭ কিঃমিঃ নদীপথে ২০ কিলোমিটার । এখানকার অধিবাসীরা-বাস,রিক্স,ভ্যান ও নৌকায় চলাচল করে ।এখানকার জনগনের আর্থসামাজিক অবস্থা ভাল ।যদিও কৃষির উপর বেশীরভাগ মানুষ নির্ভরশীল । সব কিছু মিলিয়ে সেবা প্রদানে জেলা,বিভাগ ও কেন্দ্র পর্যায়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্থানীয় সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যথাসাধ্য চেষ্টা করে সেবাদান করে চলেছেন । যদিও কেবলমাত্র তাদের একার পক্ষে করা সম্ভব নয় । সর্বস্তরের জনগনের সক্রিয় অংশ গ্রহন,রাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিশ্রতি ও সম্পৃক্ততা এবং সেবা প্রদানকারীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই কচুয়া উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন সম্ভব। সকলের সুস্বাস্থ্যই হোক আমাদের প্রত্যাশা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস