Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

-:কিকি সেবা কি ভাবে পাবেনঃ-

 

(১) ৫০ শয্যা বিশিষ্ট ১ টি হাসপাতাল আছে । গুরুতর অসুস্থ্য রুগীদের হাসপাতালে ভর্তি করে পথ্য সহ প্রয়োজনীয় ঔষধ প্রায় 

     ৯৫% হাসপাতাল  থেকে  ফ্রি সরবরাহ এর মাধ্যমে রুগীদের সুস্থ্য করে তোলা হয় ।  বর্হি বিভাগে অসুস্থ্য রুগী সহগর্ভবর্তী 

     মায়েদের প্রসবকালীন ও প্রসব  পরবর্তী সেবা প্রদান করা হয় ।মারাত্মক অসুস্ত্য রুগী যাহা স্থানীয় ভাবে চিকিৰসা প্রদান করা

     সম্ভব নয় তাহাদের  জরুরী  ভাবে এ্যাম্বুলেন্স এর মাধ্যমে জেলা/মেডিকেল কলেজ এ প্রেরন করা হয় ।

(২) ২ টি  উপ-স্বাস্থ্য  কেন্দ্র, ৪ টি  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ১১টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে  অসুস্থ্য রগীদের   

     সেবা প্রদান করা হয় ।

(৩) ১৬৮ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও ১ টি স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ০-১৮ মাস বয়সী শিশু ও ১৫-৪৯ বছরের সন্তান

     ধারনক্ষম মহিলাদের টিকা প্রদান করা হয় ।

(৪) ১৬৯ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে বছরে ২ বার ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘‘এ ’’ ক্যাপসূল এবং ২- ৫

      বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘‘ এ ’’ ক্যাপসূল সহ ১ টি কৃমি নাশক বড়ি খাওয়ানো হয় ।

(৫) ৫-১২ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয় ও সম পর্য্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের বছরে ২ বার কৃমি নাশক ট্যাবলেট

      খাওয়ানো হয় ।

(৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ২টি সাব সেন্টার, ৪ টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ১১ টি কমিউনিটি ক্লিনিকের

      মাধ্যমে গর্ভবতী মহিলাদের প্রসবপূর্ব,প্রসবকালীন ও প্রসবউত্তর সেবা প্রদান সহ গর্ভবতী মা ও শিশুদের পুষ্ঠি বিষয়ক সেবা

      প্রদান করা হয় ।

(৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২টি সাব সেন্টার, ৪ টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ১১ টি কমিউনিটি ক্লিনিক ও ১৬৯

      টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় ।